কালের সন্ধি Biddamay Sarkar অজপাড়া গায়ের এক কলেজে এইচ এস সি পরীক্ষা চুকিয়েছি অনিরুদ্ধ নন্দি।শ্যামনগর মহাবিদ্যালয়" কলেজের নাম। নিতান্তই অজপাড়া বলা চলে না। এতে নগরায়নের পদযাত্রা শুরু হয়েছে মাত্র। অনিরুদ্ধ এই কলেজের নামজাদা ছাত্রই ছিলো বটে। কবিতা লিখতে ও আবৃত্তিতে অনিরুদ্ধ কলেজে অদ্বিতীয়। তার আরেকটা মস্ত গুন ছিলো, সেটাও কোনো দিক থেকে কম নয়। তা হলো ; গুছিয়ে যুক্তি তর্ক করা। অল্পদিনেই তার খ্যাতি কলেজের গন্ডি পেরিয়ে গেছে । বাজারে, খালের পাড়ের বাড়িগুলোতে অনিরুদ্ধের কথাই আলোচনা হয়। শান্ত স্বভাবের জন্য তাকে ভালোবাসতো সবাই। অনেকেই অনিরুদ্ধের কাছে আসে ছেলেকে পড়ানোর জন্য। কিন্তু সে পড়াতে রাজি হয়নি। তার পড়াশোনার পরে বাকি সময়টা সাহিত্য চর্চা করে কাটিয়ে দেয়। এভাবে বেশকিছু দিন কেটে যায়। প্রমিলা নামের এক মেয়ে পড়তো একই কলেজে। অনিরুদ্ধ মেয়েটির প্রেমে পড়ে যায়। সত্যি বলতে, কোনো মেয়ের প্রতি এই প্রথম তার মনে প্রেম জেগে উঠেছে। কিন্তু মুখ ফুঠে এখনো কিছুই বলা হয় নি। দুটি মন যে অত কাছাকাছি আসতে চায়, এত আকর্ষণ করে, দুর্দমনীয় আকর্ষণ। গতকাল পরযন্ত ও তার বোধগম্য ছিলো না। যে অনি পড়া...
* কোনো স্থানের সংস্কৃতি উক্ত স্থানের ভৌগোলিক অবস্থান, গড় আবহাওয়া ও অন্যান্য পরিস্থিতির ভিত্তিতে গড়ে উঠে। কালক্রমে ঐ সংস্কৃতি সমাজের সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করে । যেমন - মুসলিম সংস্কৃতির গোড়াপত্তন আরবে। যে অঞ্চল গ্রীষ্ম প্রধান। মরুভূমি। তাই এদের পোশাক, পেশা ও অন্যান্য ক্ষেত্রে এরূপ পরিবেশের প্রভাব স্পষ্ট। - বিদ্যাময় সরকার * এক লিটার দুধের চেয়ে, এক লিটার মদের দাম বেশি । সমাজে ভালোর চেয়ে খারাপের কদর ও বেশি, চাহিদা ও বেশি। - বিদ্যাময় সরকার * I think, life is a chance for development our soul. Thanks god. - Biddamay Sarkar *শুধু বিলাসিতার জন্য ২২ হাজার টাকা খরচ করে মোবাইল কিনাটা নিতান্তই মূঢ়তা। তার চেয়ে বরং ১৮ হাজার ২ টা ভালো মানের ছাগল কিনো। বাকি ৩ হাজার টাকা ছাগলের চিকিৎসা বাবদ রেখে দাও। মোবাইলের আনুষঙ্গিক খরচ দিয়ে, ছাগলের খাবার কিনো। মোবাইলে যে সময়টা ব্যয় করবে, সেই সময়টা ছাগলের যত্নে ব্যয় করো। ৬ মাস পর ২ টা থেকে ৪ টা হবে। - বিদ্যাময় সরকার * productivity is more well than luxury. - Biddamay Sarkar * কর...