* তুমি মিথ্যাচারী হয়ো না। অহেতুক, একজনের প্রতি অন্যজনের সন্দেহ তৈরী করো না।
তুমি এমনও হয়ো না, মিথ্যাচারীর ছলনা নির্বিচারে মেনে অপরকে অশ্রদ্ধা করো না। কেননা ঈশ্বর তোমাকে বিচারশক্তি দিয়েছেন।
এর অন্যথা হলে, মিথ্যাচারী যেমন পাপের ভাগী হবে,
তুমি প্ররোচিত হওয়ায় তোমার ও পূন্যের স্থলন ঘটবে - বিদ্যাময় সরকার
* ধর্ম মনের অন্তপুরে থেকে সমগ্রজীবনকে প্রভাব করে - বিদ্যাময় সরকার
*কারণের পরে ভাগ্য বলে কিছু থাকে না। পুরোটাই আমাদের মানসিক দুর্বলতা, অজ্ঞতা- বিদ্যাময় সরকার
* পরিস্থিতি হচ্ছে সর্বসেরা শিক্ষক। "পারি না " থেকে পারতেই হবে অবধি পৌঁছে দেয় পরিস্থিতি নামের সেই শিক্ষক - বিদ্যাময় সরকার
*তুমি যখন কোন কিছু করবে তুমি হবে নিম্ন শ্রেণি আর উপরের শ্রেণীতে থাকবে সমালোচক। তারা কখনো তোমার উৎসাহ দেবে কখনো তোমায় নীরুৎসাহিত করবে। তবে তারা যাই করুক না কেন তাতে তোমারই লাভ। - বিদ্যাময় সরকার
*সময় সুযোগ তৈরি করা হল পরিকল্পনার বাস্তব রূপদান করা কিন্তু সময় তৈরি হয়ে যাওয়া হল পরিস্থিতি। - বিদ্যাময় সরকার
*কে কতটুকু সফলতা অর্জন করেছে তা নির্ভর করে সে তার উপযুক্ত সময় কতটুকু কাজে লাগিয়েছে - বিদ্যাময় সরকার
*আমরা যখন সুখ ও স্বাধীনতার মর্যাদা দিতে পারি না। তখনই সুখ ও স্বাধীনতার অযোগ্য হয়ে পড়ি - বিদ্যাময় সরকার
*যে শাসন ব্যবস্থায় জনগণ ন্যায্য অধিকার ভোগ করতে পারে, কর্তব্য পালনের সুযোগ পায়। যার সমন্বিত ফলাফল স্বরাষ্ট তাই মূলত" গণতন্ত্র "- বিদ্যাময় সরকার
*যে ভবিষ্যতে কাঁদবার ভয়ে, বর্তমানে হাসতে জানে না। সে জীবনটাকে উপভোগই করতে পারে না। - বিদ্যাময় সরকার
*বিবাহ হল অবিচ্ছিন্ন সামাজিক বন্ধন। দম্পতিরা সাধারণত এই বন্ধনে আবদ্ধ থাকার পণ করে থাকে। - বিদ্যাময় সরকার
*সমাজবিজ্ঞান এমন এক শাস্ত্র। যা সমাজের আগাগোড়া নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করে থাকে। - বিদ্যাময় সরকার
*মাছের বাজার যেভাবে সকালে বসে আর রাতে উঠে যায়। ভালোবাসায় এমনটা উচিত নয় - বিদ্যাময় সরকার
*অযৌক্তিক সবকিছুই কালের আবর্তনে চাপা পড়ে যায়। টিকে থাকতে পারে না বিধায় বিলুপ্তির দিকে ধাবিত হয়। আবারবার যুক্তিক কোন কিছুকে রক্ষা করতে হয় - বিদ্যাময় সরকার
*অপর ধর্মকে শ্রদ্ধা করলে, আপন ধর্মকে ও মর্যাদা দানের সুখ লাভ করা যায়। - বিদ্যাময় সরকার
*দলের নেতা যদি দুর্বল হয়। সেই দলের সদস্যরা গভীর জলের মাছ হয়ে উঠে। - বিদ্যাময় সরকার
* যে অন্যের ভালোবাসা তুচ্ছজ্ঞান করে, তার ভালোবাসাও খাঁটি নয় - বিদ্যাময় সরকার
* তোমারা কুড়েরঘরের জন্য দূঃখিত হয়ো না। এটাকে সাজিয়ে রাখো। মনে রেখো, সন্তুষ্টি হচ্ছে সুখের মূলমন্ত্র। - বিদ্যাময় সরকার
*প্রবল ইচ্ছার মুখে ও সঠিক সময়ের অপেক্ষা করা হচ্ছে ধৈর্য্যের অগ্নিপরীক্ষা - বিদ্যাময় সরকার
* স্বামীর মুখে বিবেচনার সহিত আদেশ আর স্ত্রীর মুখে অনুরোধ থাকাই শ্রেয় - বিদ্যাময় সরকার
* প্রাচীন মানুষদের বোকা করে রেখেছিলো গোঁড়ামি আর
আধুনিক মানুষদের অতিচালাক ও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে প্রযুক্তি - বিদ্যাময় সরকার
*মানুষ অতীত জীবনের হিসাব খুঁজে যখন শূন্য পায় তখন গায়ে জোর থাকলে বিচ্যুতিমূলক পথ বেছে নেয়।
নইলে আফসোস করবে- বিদ্যাময় সরকার
* কাগজ, কলম সাথে রাখার মানে হচ্ছে : পথ হারানো আর কথা হারানো এক নয় - বিদ্যাময় সরকার
*
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন