* সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিলে ও, প্রকৃতির দিকে তাকাও। দেখো প্রকৃতি তোমাকেই আহ্বান করছে - বিদ্যাময় সরকার।
* তুমি নিজেকে সেরা ভাবলে হবে, মানুষ তোমাকে সেরা প্রতিপন্ন করলে সেটাই তোমার প্রতিভার প্রকৃত মূল্য। -বিদ্যাময় সরকার।
* মনের মানুষ যতই ব্যাথা দেয়, ততই আপন হতে ইচ্ছে করে। যতই দূরে রাখে, ততই কাছে যেতে ইচ্ছে করে। যতই ঘৃণা করে, ততই ভালোবাসতে ইচ্ছে করে।
"বিরহের সুখময় ক্রন্দন
দৃঢ় করে ভালোবাসার বন্ধন " -বিদ্যাময় সরকার।
* তুমি মহাবীর, অকুতোভয়। কিছুতেই ভয় পাও না। তুমি কারো কাছে পরাজিত ও নও। আরে তুমি তো নিজের কাছেই পরাজিত। তাই যোগী পুরুষই সর্বোত্তম যোদ্ধা। যারা তলোয়ারের নয় সংযমের দ্বারা মনকে বাহন করে চলে -বিদ্যাময় সরকার।
*কাউকে চিনতে হলে, হয়তো ভালোবাসো নয় ঘৃনা করো -বিদ্যাময় সরকার।
* "পাইয়া পারলে না বুঝতে
হারাইয়া তোকে হবে খুজতে" -বিদ্যাময় সরকার।
* বই কিনতে গিয়ে বারবার মনে হয়। এই বইগুলোর ত আরো বেশি দাম হওয়া উচিত ছিলো। এগুলো তো অমূল্য। - বিদ্যাময় সরকার
*এখন আমারা প্রবাহমান শাখা নদীর মতো। তোমার আকুল আহ্বান শুনতে পাচ্ছি, তোমার কাছে আসতে পারছি না। ছুতে পারছি না তোমায়। গিরিখাতে অসংখ্য নুড়ি মাড়িয়ে বয়ে চলেছি। এই আশায়, যেদিন সমুদ্রে পতিত হবো, তোমায় ছুতে পারবো। সেদিন ফিসফিস ধ্বনি তুলে বলবো, শুধু তোমার জন্য - বিদ্যাময় সরকার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন