* তোমার সামনে যদি আলো থাকে আর তুমি সেইদিকে এগিয়ে যাও ছায়া পড়বে তোমার পিছনে আর পিছু পিছু যাবে। তেমনি লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ও নিন্দুক ছায়ার ভূমিকা পালন করে - বিদ্যাময় সরকার
*মিথ্যাকে বা অবাস্তবকে জীবন্ত আর সত্যিকে কপ্লনায় বানিয়ে তোলা কলাবিদ্যার এক বিশেষ গুন। -বিদ্যাময় সরকার
*আহাম্মকেরা জোরে বলে, যাতে আশপাশের মানুষজন বুঝতে পারে সে কত খামখেয়ালি বা গুরুত্বপূর্ণ কথা বলছে -বিদ্যাময় সরকার
*যারা ফুলের বাগানে থেকে সুভাস নিতে পারছে না, তারাই হয়তো প্রকৃত নির্বোধ। যারা বাইরে থেকে গন্ধে মাতাল হয়ে তারাই উৎকৃষ্ট ব্যাক্তি। - বিদ্যাময় সরকার
* প্রকৃতির কাছ থেকে কিছু পাওয়া, এটাতো চিরাচরিত সত্য। নিজে পরিবেশ সৃষ্টি করা হলো সৃজনশীলতা তা হোক কৃত্রিম -বিদ্যাময় সরকার
* আমি অন্তরাত্মার ডাক পাই। শুনতে ও পাই আর তা বুঝতে ও পারি। বুঝতে চাই না, তাই সাড়াও দিতে পারি না। এজন্য লালনের ভাষ্যমতে - আপনার খবর হয় না আপনার। সক্রেটিসের মতে - নিজেকে চিনতে পারলাম না - বিদ্যাময় সরকার
* ঔষধ তেতো হলে ও উপকারী। তদ্রুপ, সত্য কথা,সৎ পরামর্শ সবসময় মধুর না হতেই পারে তবু মেনে চলাই শ্রেয়- বিদ্যাময় সরকার
*ভালো বলা, ভালো শোনা, ভালো দেখা এককথায় ভালো কিছু করার ক্ষমতা সবার হয়না। তাই ভালোটা সবার ভালো লাগে না। এমন কি তুমি ভালো কিছু করলে, ভালো পথে চললে অনকেই ভালোকে কালো বুঝিয়ে তোমাকে বিভ্রান্ত করতে চাইবে। মনে রেখো পরামর্শ সবার হলেও সিদ্ধান্ত তোমার। -বিদ্যাময় সরকার
*সহানুভূতি হলো কারো পীড়িত অবস্থা দেখে হৃদয়ে দাগ কাটা।
সমবেদনা হলো কারো পীড়িত অবস্থা দেখে নিজে পীড়া অনুভব করা।
স্বজ্ঞানতা হলো শয্যাশায়ী ব্যক্তির পাশে থেকে সেবা করা -বিদ্যাময় সরকার
*রাশি-রাশি লোভ লালসার স্তূপে কান্ডজ্ঞান চাপা পড়ে যাহার যখনি। সর্বনাশ এক অমোঘ ডাক ডাকে তাহাকে তখনি- বিদ্যাময় সরকার
*খ্যাতিমানকে কে কি বলল, তা বোঝা জরুরি না। কারন এটা স্বাভাবিক। কিন্তু খ্যাতনামা ব্যাক্তি যদি কাউকে নিয়ে কিছু বলে। সেটা বোঝা দরকার। কারন বিখ্যাত ব্যাক্তিটি যার গুন করবে, সে নিশ্চয় ভবিষ্যতের কোনো সূর্য হবে যা কালোমেঘে আচ্ছাদিত। - বিদ্যাময় সরকার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন