কালের সন্ধি Biddamay Sarkar অজপাড়া গায়ের এক কলেজে এইচ এস সি পরীক্ষা চুকিয়েছি অনিরুদ্ধ নন্দি।শ্যামনগর মহাবিদ্যালয়" কলেজের নাম। নিতান্তই অজপাড়া বলা চলে না। এতে নগরায়নের পদযাত্রা শুরু হয়েছে মাত্র। অনিরুদ্ধ এই কলেজের নামজাদা ছাত্রই ছিলো বটে। কবিতা লিখতে ও আবৃত্তিতে অনিরুদ্ধ কলেজে অদ্বিতীয়। তার আরেকটা মস্ত গুন ছিলো, সেটাও কোনো দিক থেকে কম নয়। তা হলো ; গুছিয়ে যুক্তি তর্ক করা। অল্পদিনেই তার খ্যাতি কলেজের গন্ডি পেরিয়ে গেছে । বাজারে, খালের পাড়ের বাড়িগুলোতে অনিরুদ্ধের কথাই আলোচনা হয়। শান্ত স্বভাবের জন্য তাকে ভালোবাসতো সবাই। অনেকেই অনিরুদ্ধের কাছে আসে ছেলেকে পড়ানোর জন্য। কিন্তু সে পড়াতে রাজি হয়নি। তার পড়াশোনার পরে বাকি সময়টা সাহিত্য চর্চা করে কাটিয়ে দেয়। এভাবে বেশকিছু দিন কেটে যায়। প্রমিলা নামের এক মেয়ে পড়তো একই কলেজে। অনিরুদ্ধ মেয়েটির প্রেমে পড়ে যায়। সত্যি বলতে, কোনো মেয়ের প্রতি এই প্রথম তার মনে প্রেম জেগে উঠেছে। কিন্তু মুখ ফুঠে এখনো কিছুই বলা হয় নি। দুটি মন যে অত কাছাকাছি আসতে চায়, এত আকর্ষণ করে, দুর্দমনীয় আকর্ষণ। গতকাল পরযন্ত ও তার বোধগম্য ছিলো না। যে অনি পড়া...
মাছ ধরা
বিদ্যাময় সরকার
বিদ্যাময় সরকার
ময়না,রাজু, অপু ও দিপু মাছ ধরিবে বলে
ফেলুন কাঁধে চারিজন তারা ফেলুয়া বিলে চলে।
পথিমধ্যে দেখলো একটা ডুবা
তারি মাঝে জারমুনি চুবা -চুবা।
ফেলুন কাঁধে চারিজন তারা ফেলুয়া বিলে চলে।
পথিমধ্যে দেখলো একটা ডুবা
তারি মাঝে জারমুনি চুবা -চুবা।
অপু বলল- শোনো সবাই
ঘুরাঘুরি না করিয়া চলো এইখানে যাই।
ঘুরাঘুরি না করিয়া চলো এইখানে যাই।
দেখেছো ডুবা মাঝে বক ঝাঁকে -ঝাক
পুটিমাছে ঠোকর দিবে একটু পেলেই ফাক।
কোমর পানিতে নেমে সবাই -মাছ ধরিতে লাগলো
মাছের নাচা-নাচি দেখে সবার মনে সাঁধ জাগলো।
দিপু বলে- ময়নারে মাছ উঠেনি ভাই
ময়না কয়- মোর জালিতে পা, দিলে তুই!
মাছ উঠবে কি তাই!
ময়না কয়- মোর জালিতে পা, দিলে তুই!
মাছ উঠবে কি তাই!
ডুবা থেকে উঠে সবাই -পল্লা সিচতে যায়
ঐখানে গিয়ে তারা শালুক যে খোড়ায়।
সুরে- সুরে গান গায় আনন্দে মাতিয়া
কত মজা করে খাবে মা' দিবে রাধিয়া।
ঐখানে গিয়ে তারা শালুক যে খোড়ায়।
সুরে- সুরে গান গায় আনন্দে মাতিয়া
কত মজা করে খাবে মা' দিবে রাধিয়া।
হাওড় সারা হাটিয়া আসিল ফেলুয়া বিলে
মাছতো ধরেনি রে সব এসেছে ফেলে।
মাছতো ধরেনি রে সব এসেছে ফেলে।
বিলেতে জাল পাতা
মাছ লেগেছে সারি গাঁথা।
তারা গিয়ে মাছ খুলে হায়
জেলে এসে দিলো তাড়ায়
মাছ লেগেছে সারি গাঁথা।
তারা গিয়ে মাছ খুলে হায়
জেলে এসে দিলো তাড়ায়
তাড়া খেয়ে এলো কচু গাঙ
কাদায়-পানিতে হলো চিৎপটাং
মাছের সাথে খেলা করে দিনটাই গত হলো
কার মাছ কত এক-এক করে সবাই দেখে নিলো।
কাদায়-পানিতে হলো চিৎপটাং
মাছের সাথে খেলা করে দিনটাই গত হলো
কার মাছ কত এক-এক করে সবাই দেখে নিলো।
উড়তে দেখিয়া শঙ্খচিল
আন্দাজ করলো - কোথাও শুকচ্ছে বিল।
টিপ দিয়ে আধমরা করে কৈ' টা তুলে থই।
আন্দাজ করলো - কোথাও শুকচ্ছে বিল।
টিপ দিয়ে আধমরা করে কৈ' টা তুলে থই।
খপ,খপ হাত তুলে দেখে কৈ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন