ঝগড়া -ঝাটি
বিদ্যাময় সরকার
আমাদেরকে দলটি ভীষন সুন্দর
প্রত্যহ তুলি মোরা হাসি -খুশির ঝড়।
একে একে সকলের কথা করিব বর্ণন
যারে আমি জেনেছি যেমন
এই প্রিয়াটা, যেন রন চন্ডিকার মূর্তি
ঝগড়া না করলে তার মনে- থাকে না ফূর্তি।
সজিবটা আসলে ঘাড় মোটা সবাইরে জানাই
প্রিয়ার সাথে যেন তার জাত-শত্রুর লড়াই।
তারপরে আসি সুজনের কথায়
সে বেচারা এতটাই লাজুক যেন শরমে মরে যায়।
আমি লেখি আবার ভালই বটে সুরের হয়না তুলনা
মনে হয় একসাথে একশো কুলাব্যাঙ জুড়েছে মরা কান্না।
সাগর হলো গিয়ে ফাঁকিবাজের একসের
গ্রুপে কেন আস না বাপু? কেন এত বাহানা কিসের?
পাই তোমায় আচার বানাবো আমের।
শুনো সবাই,
পপির কথা বলি এবার
নিজেরে বোঝদার দাবী করে বার বার।
সবাই মানে তারে , কেউ করে না আপত্তি
আমি বুঝি না কি বলে এই মটকি।
বাকি যারা আছে দলে
যেচে কথা নাহি বলে।
ওরা কারা রে.........নিরব দর্শকের মতো থাকে
পাই তোদের এমন ঘাট্টা দেবো
কোমর যাবে বেঁকে।
কমা, নিতাই আর যুবু ভাই আজ তারা দলে নাই
তাদের জন্য মোদের প্রান সদায় করে আই-ঢাই।
( এটা শুধু মজার ছলে বন্ধুদের জন্য লেখা।)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন